সিল্ক বোর্ডে ৭৯ সায়েন্টিস্ট ও টেকনিক্যাল অ্যাসিঃ

868
0

ভারত সরকারের বস্ত্রমন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ডে সায়েন্টিস্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: CBS/2/2020.

পদের নাম, শূন্যপদ, বয়স, যোগ্যতা, বেতন: ১. সায়েন্টিস্ট সি: শূন্যপদ ৩ (অসংরক্ষিত)৷ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স বা এগ্রিকালচার সায়েন্সে মাস্টার ডিগ্রি সঙ্গে রিসার্চ ও ডেভেলপমেন্টে এবং/ অথবা এগ্রিকালচারে সায়েন্স বা টেকনোলজি প্রতিষ্ঠানে অন্তত চার বছরের অভিজ্ঞতা৷ বাঞ্ছনীয় যোগ্যতা: এগ্রিকালচারাল সায়েন্সে ডক্টরেট ডিগ্রি সঙ্গে এগ্রিকালচারাল সায়েন্সে এক বছরের অভিজ্ঞতা৷ বেতন লেভেল ১১ অনুযায়ী ৬৭৭০০-২০৮৭০০ টাকা৷

 

২. সায়েন্টিস্ট বি: শূন্যপদ ৫৯ (অসংরক্ষিত ২৬, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৫, ওবিসি ১২, ইডব্লুএস ৬, শারীরিক প্রতিবন্ধী ২)৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ সায়েন্স বা এগ্রিকালচারাল সায়ে্সে মাস্টার ডিগ্রি৷ বেতন লেভেল ১০ অনুযায়ী ৫৬১০০-১৭৭৫০০ টাকা৷

 

৩. সায়েন্টিস্ট বি (সিএসটিআরআই ইউনিট): শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ টেক্সটাইল টেকনোলজিতে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অব টেকনোলজি৷ বেতন লেভেল ১০ অনুযায়ী ৫৬১০০-১৭৭৫০০ টাকা৷

 

৪. অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল): ২ (অসংরক্ষিত)৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর৷ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে এন্টোমোলজি/ জুলজি/ বটানি/ এগ্রিকালচার/ সেরিকালচার/ কেমিস্ট্রিতে সেকেন্ড ক্লাস ব্যাচেলর ডিগ্রি৷ বেতন লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা৷

সসবক্ষেত্রেই ১৭ জুলাই ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

 

আবেদনের পদ্ধতি: http://csb.gov.in/  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই পর্যন্ত৷ পূরণ করা আবেদনপত্রের ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে পৌঁছতে হবে ‘Member-Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Hosur Road, BTM Layout, Madiwala, Bangalore, PIN-560068’ ঠিকানায় আগামী ২০ জুলাইয়ের মধ্যে, উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে পৌঁছনোর শেষ তারিখ ৩০ জুলাই৷ খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF……….’

http://csb.gov.in/wp-content/uploads/2020/06/Full-Advertisement-13-06-2020.pdf লিঙ্কে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷