রাষ্ট্রীয় দুঃসংবাদ : দেখে নিন সিডিএস বিপিন রাউতের জীবনপঞ্জি

1626
0

  • ভারতের প্রথম ডিফেন্স স্টাফ প্রধান। ৩০ ডিসেম্বর, ২০১৯ তিনি ভারতীয় সেনা বাহিনীর সর্বোচ্চ পদ ডিফেন্স স্টাফ এর প্রধান হিসাবে নিযুক্ত হন। ( Bipin Rawat)
  • বিপিন লক্ষ্মণ সিং রাওয়াত ১৯৫৮ সালে ১৬ মার্চ, উত্তরাখণ্ডের পাওরিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা লক্ষ্মণ সিং রাওয়াত নিজেও সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল পদে আসীন ছিলেন।
  • রাওয়াত ওয়েলিংটন, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকেই স্নাতক এবং ডিফেন্স সার্ভিসের ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন।
  • ১৯৭৮ সালে, ১৬ ডিসেম্বর বিপিন রাওয়াত ১১, গোর্খা রাইফেলের পঞ্চম ব্যাটালিয়নে যোগদান করেন। ২০১৬ সালে, ১ সেপ্টেম্বর তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে উন্নীত হয়েছিলেন।
  • ১৯৮৭ সালে সমদরং ভ্যালিতে চিনা সেনার সাথে লড়াই, কঙ্গোতে ইউএন এর মিশনে এবং ২০১৫ তে মায়নামার স্ট্রাইকে বিপিন রাওয়াতের বীরত্বপূর্ণ নেতৃত্বের সাক্ষী হয়ে আছে।
  • প্রায় ৪০ বছরের সেনা বিভাগে কাজের জন্যে তাঁকে বহু শৌর্য পুরস্কারে পুরস্কৃত করা হয়ছে। এর মধ্যে পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল অন্যতম।
  • ৮ ডিসেম্বর, ২০২১ তামিলনাড়ুর কুন্নুরে এমআই ১৭ বায়ুসেনার বিমানে যাত্রার সময় দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারিয়েছেন।