রাষ্ট্রীয় দুঃসংবাদ : দেখে নিন সিডিএস বিপিন রাউতের জীবনপঞ্জি
Sub Editor
ভারতের প্রথম ডিফেন্স স্টাফ প্রধান। ৩০ ডিসেম্বর, ২০১৯ তিনি ভারতীয় সেনা বাহিনীর সর্বোচ্চ পদ ডিফেন্স স্টাফ এর প্রধান হিসাবে নিযুক্ত হন। ( Bipin Rawat)
বিপিন লক্ষ্মণ সিং রাওয়াত ১৯৫৮ সালে ১৬ মার্চ, উত্তরাখণ্ডের পাওরিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা লক্ষ্মণ সিং রাওয়াত নিজেও সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল পদে আসীন ছিলেন।
রাওয়াত ওয়েলিংটন, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকেই স্নাতক এবং ডিফেন্স সার্ভিসের ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন।
১৯৭৮ সালে, ১৬ ডিসেম্বর বিপিন রাওয়াত ১১, গোর্খা রাইফেলের পঞ্চম ব্যাটালিয়নে যোগদান করেন। ২০১৬ সালে, ১ সেপ্টেম্বর তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে উন্নীত হয়েছিলেন।
১৯৮৭ সালে সমদরং ভ্যালিতে চিনা সেনার সাথে লড়াই, কঙ্গোতে ইউএন এর মিশনে এবং ২০১৫ তে মায়নামার স্ট্রাইকে বিপিন রাওয়াতের বীরত্বপূর্ণ নেতৃত্বের সাক্ষী হয়ে আছে।
প্রায় ৪০ বছরের সেনা বিভাগে কাজের জন্যে তাঁকে বহু শৌর্য পুরস্কারে পুরস্কৃত করা হয়ছে। এর মধ্যে পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল অন্যতম।
৮ ডিসেম্বর, ২০২১ তামিলনাড়ুর কুন্নুরে এমআই ১৭ বায়ুসেনার বিমানে যাত্রার সময় দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারিয়েছেন।