Site icon জীবিকা দিশারী

সেন্ট্রাল ব্যাঙ্কে ৭৪ স্পেশ্যালিস্ট অফিসার

Govt Job in West Bengal, West Bengal Govt Job, West Medinipur Govt Job

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ৭৪ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পোস্ট কোড ১: ইনফরমেশন টেকনোলজি (জেএমজিএস ওয়ান): ২৬ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭, ইডব্লুএস ৩)। পোস্ট কোড ২: সিকিউরিটি অফিসার (এমএমজিএস থ্রি): ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ৩: সিকিউরিটি অফিসার (জেএমজিএস ওয়ান): ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৪: রিস্ক ম্যানেজার (এমএমজিএস থ্রি): ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৫: রিস্ক ম্যানেজার (এমএমজিএস টু): ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৬: ফিনান্সিয়াল অ্যানালিস্ট/ ক্রেডিট অফিসার (এমএমজিএস টু): ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৭: ইকোনমিস্ট (এমএমজিএস টু): ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ৮: সিডিও/ চিফ ডেটা সায়েন্টিস্ট (এসএমজিএস ফোর): ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ৯: ডেটা অ্যানালিস্ট (এমএমজিএস থ্রি): ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। পোস্ট কোড ১০: অ্যানালিটিক্স সিনিয়র ম্যানেজার (এমএমজিএস থ্রি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। পোস্ট কোড ১১: ডেটা ইঞ্জিনিয়ার (এমএমজিএস থ্রি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। পোস্ট কোড ১২: ডেটা আর্কিটেক্ট (এমএমজিএস থ্রি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। পোস্ট কোড ১৩: সিএ/ ক্রেডিট অফিসার (এমএমজিএস থ্রি): ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা ও বয়স: ইনফরমেশন টেকনোলজি: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েকের `বি’ লেভেল। বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে।

সিকিউরিটি অফিসার স্কেল থ্রি: গ্র্যাজুয়েট সঙ্গে এয়ারফোর্স/ নেভি/ প্যারামিলিটারি ফোর্সে দশ বছরের কাজের অভিজ্ঞতা দরকার। বয়স হতে হবে ২৬-৪৫ বছরের মধ্যে।

সিকিউরিটি অফিসার স্কেল ওয়ান: গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার জানতে হবে এবং মেডিকেল ক্যাটেগরি শেপ ওয়ান। এয়ারফোর্স/ নেভি/ প্যারামেডিক্যাল ফোর্সে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২৬-৪৫ বছরে মধ্যে।

রিস্ক ম্যানেজার স্কেল থ্রি: ফিনান্স/ ব্যাঙ্কিংয়ে এমবিএ বা সমতুল অথবা ব্যাঙ্কিং/ ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সমতুল অথবা স্ট্যাটিস্টিক্সে পোস্ট গ্র্যাজুয়েট। এফআরএম/ সিএফএ/ রিস্ক ম্যানেজমেন্টে ডিপ্লোমা বাঞ্ছনীয় প্রফেশনাল যোগ্যতা হিসেবে গণ্য হবে। রিস্ক ম্যানেজমেন্ট/ ক্রেডিট/ ট্রেজারি/ এএলএমে অন্তত দু বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।

রিস্ক ম্যানেজার স্কেল টু: বিটেক/ এমসিএ সঙ্গে ফিনান্সে এমবিএ। এফআরএম/ সিএফএ/ রিস্ক ম্যানেজমেন্টে ডিপ্লোমা বাঞ্ছনীয় প্রফেশনাল যোগ্যতা হিসেবে গণ্য হবে। বয়স ২১-৩০ বছরের মধ্যে।

ফিনানশিয়াল অ্যানালিস্ট/ টু: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া/ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অব ইন্ডিয়ার ফাইনাল পরীক্ষা পাশ অথবা ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ। এমবিএ প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২১-৩০ বছরের মধ্যে।

ইকোনমিস্ট স্কেল টু: ইলেক্ট্রনিক্স/ ইকোনোমেট্রিক্স/ রুরাল ইকোনমিক্সে সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা। বয়স ২১-৩০ বছরের মধ্যে।

সিডিও/ চিফ ডেটা সায়েন্টিস্ট: ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা। বয়স ২৮-৩৫ বছর।

ডেটা অ্যানালিস্ট স্কেল থ্রি: ইঞ্জিনিয়ারিং/ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স ২৬-৩৫ বছর।

অ্যানালিটিক্স সিনিয়র ম্যানেজার স্কেল থ্রি:ইঞ্জিনিয়ারিং/ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স ২৬-৩৫ বছর।

ডেটা ইঞ্জিনিয়ার ও ডেটা আর্কিটেক্ট: ইঞ্জিনিয়ারিং/ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স ২৬-৩৫ বছর।

ক্রেডিট অফিসার স্কেল থ্রি: সিএ/ সিএফএ/ এসিএমএ/ এমবিএ (ফিনান্স)। সিএ/ সিএফএ/ এসিএমএ-র ক্ষেত্রে দু বছর ও এমবিএ-র ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৬-৩৫ বছর।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫৫০ টাকা (৫০০ টাকা ফি+ ৫০ টাকা ইন্টিমেশন চার্জ)। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতিদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ৫০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.centralbankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২১ ডিসেম্বর। https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf লিঙ্কে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

Exit mobile version