রাজ্য স্কুল সার্ভিস কমিশন সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলির একাদশ-দ্বাদশ শ্রেণির সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষা (২০১৬-র ১ম এসএলএসটি)-র মেধাতালিকা ১৬ জুলাই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবে সেখবর আমরা জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=6418)। কমিশনের তরফ থেকে বলা হয়েছে গতকালই মেধাতালিকা (প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্ট) সাইটে দেওয়া হয়েছে। নিচের লিঙ্কে গিয়ে প্রার্থিত বিষয়, প্রার্থিত মাধ্যম, শূন্যপদের ক্যাটেগরি, লিঙ্গ (শুধু মহিলা/পুরুষ-মহিলা উভয়/শুধু পুরুষ) ও রেজাল্ট স্টেটাস সিলেক্ট করে সাবমিট করলে সেইমতো মেধাতালিকা দেখা যাবে।
যদিও আজ ১৭ জুলাই বেলা ১টা পর্যন্তও বিষয়, মাধ্যম, ক্যাটেগরি ও রেজাল্ট স্টেটাস (এম্প্যানেল্ড/ওয়েটলিস্টেড) সিলেক্ট করার তালিকা খুললেও জেন্ডার অপশন বা কোথাও মাধ্যমের অপশনও খুলছিল না, ফলে কোনো মেধাতালিকা দেখা যাচ্ছিল না। পরে সমস্যা কাটে, মেধাতালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalList1112/