স্কুল সার্ভিসের ক্লার্ক ও গ্রুপ-ডি নিয়োগের ৪র্থ পর্যায়ের কাউন্সেলিং, কললেটার

3803
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে (পার্বত্য অঞ্চল বাদে) ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের পরীক্ষার (3RD RLST (NT), 2016) ওয়েটলিস্টেড প্রার্থীদের মধ্যে থেকে অবশিষ্ট শূন্যপদগুলিতে নিয়োগের জন্য ৪র্থ পর্যায়ের কাউন্সেলিং হবে আগামী ৩১ ডিসেম্বর, বেলা সাড়ে দশটা থেকে, কমিশনের এই ঠিকানায়: The West Bengal Central School Service Commission, ACHARYA SADAN, 11 & 11/1, Block-EE, Salt Lake; Kolkata-700 091.

কমিশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে (Memo.  No.1236/ 6879 /CSSC/ESTT/2018, Date: 28.12.2018)এজন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে নিজের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে, কাউকে আলাদা করে কোনো চিঠি পাঠানো হবে না। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে:  http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Norice_GrpC_GrpD_Counselling_Phase-4-28.12.2018.pdf

কাউন্সেলিংয়ের জন্য অবশিষ্ট শূন্যপদের তালিকা পাওয়া যাবে নিচের লিঙ্কে পদের নাম, জেলা, মাধ্যম, ক্যাটেগরি ও লিঙ্গ (পুরুষ/ মহিলা) নির্বাচন করে। এই ওয়েব পেজে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/

অথবা ক্লার্ক পদের জন্য সরাসরি লিঙ্ক, ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3ClkCounsellingPH4/searchResult/

অবশিষ্ট শূন্যপদ জানার জন্য:  http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalVacancySchoolClerkPH4/

গ্রুপ-ডি পদগুলির জন্য সরাসরি লিঙ্ক, ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3GrpDCounsellingPH4/searchResult/

অবশিষ্ট শূন্যপদ জানার জন্য: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalVacancySchoolGrpDPH4