স্কুল সার্ভিসের গ্রুপ-সি, গ্রুপ-ডির মেধাতালিকা প্রকাশিত

930
0
SSC, SSC Stenographer Result,

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ৩য় আরএলএসটি (নন-টেকনিক্যাল) অনুযায়ী গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হয়েছে। প্রার্থিত পদ, অঞ্চল, জেলা, স্কুলের ভাষামাধ্যম, শূন্যপদের ক্যাটেগরি (সাধারণ/সংরক্ষিত) ও লিঙ্গ (শুধু মেয়েদের স্কুল না ছেলেদের বা ছেলে-মেয়ে সবার) ও রেজাল্ট স্টেটাস (প্যানেলভুক্ত/ওয়েটলিস্টের)— এগুলি একে-একে সিলেক্ট করে সাবমিট করলে দেখা যাবে মেধাতালিকা।

গ্রুপ-সি অর্থাৎ ক্লার্কের পদের জন্য এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalListClerk,

গ্রুও-ডির জন্য এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalListGroupD