স্কুল সার্ভিসের নবম-দশম শ্রেণির অবশিষ্ট শূন্যপদের জন্য ২য় পর্যায়ের কাউন্সেলিং

443
0

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে কমিশনের চেয়ারম্যানের এক বিজ্ঞপ্তিতে (Memo. No. 101/ 6602(II)/ CSSC/ ESTT/ 2019 Date: 28.01.2019) জানাচ্ছে, রাজ্য সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলির (পার্বত্য অঞ্চল বাদে) নবম-দশম শ্রেণির সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের ১ম এসএলএসটি-র ভিত্তিতে অবশিষ্ট শূন্যপদগুলি পূরণের উদ্দেশ্যে ওয়েটলিস্টভুক্ত প্রার্থীদের জন্য ২য় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে।

কাউন্সেলিংয়ের সূচি ও অবশিষ্ট শূন্যপদের বিশদ তথ্য যথাসময়ে জানানো হবে কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com)।

এই বিজ্ঞপ্তি দেখা যাবে কমিশনের এই লিঙ্কে ক্লিক করে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_%202nd%20phase%20Counsellling-IX-X-28.01.2019-Revised.pdf