স্কুল সার্ভিসের সাঁওতালি মাধ্যম সহশিক্ষক নিয়োগের আবেদনের ফি

558
0
Folafal Final Pic

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের অনলাইন আবেদন চলছে (https://jibikadishari.co.in/?p=10265, https://jibikadishari.co.in/?p=9940), তার ফি জমা দেওয়া যাবে কেবলমাত্র ব্যাঙ্ক চালান ডাউনলোড করে এলাহাবাদ ব্যাঙ্কের কোনো শাখায়, আগামী ২০ মার্চ থেকে।

বিশেষ পরিস্থিতিগত কারণে এই ব্যবস্থা বলে জানানো হয়েছে, কমিশনের ওয়েবসাইটে (http://www.westbengalssc.com/sscorg/wbssc/home) স্ক্রল মেসেজে।