স্কুল সার্ভিসের ২০১৬-র ক্লার্ক ও গ্রুপ ডি প্যানেল, ওয়েটিং লিস্টের মেয়াদ শেষ

958
0
clerk-recruitment-picture

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য ২০১৬ সালের ৩য় আরএলএসটি (এনটি)-র প্যানেল ও ওয়েটিং লিস্টের মেয়াদ সংশ্লিষ্ট নিয়মানুযায়ী শেষ হয়ে গেছে যথাক্রমে গত ১৮ মে ও ৪ মে তারিখে। এক বিজ্ঞপ্তিতে কমিশন একথা জানিয়েছে। বিজ্ঞপ্তি (Memo. No. 919/6879/CSSC/ESTT/2019 Date: 02.09.2019) দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Panel_expiration_groupd-groupc-02.09.2019.pdf