স্কুল সার্ভিসে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ৪র্থ দফা কাউন্সেলিংয়ে শূন্যপদ কোন-কোন স্কুলে

826
0
Assistant Teacher Recruitment

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে একাদশ-দ্বাদশের সহশিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য ৪র্থ পর্যায়ের কাউন্সেলিং হবে ৪-৫ সেপ্টেম্বর একথা আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=12644)। এবার জানানো হল ৪র্থ পর্যায়ের জন্য শূন্যপদ কোথায় কত আছে। বিষয়, পড়ানোর ভাষা মাধ্যম, ক্যাটেগরি ও লিঙ্গ নির্দেশ করে সাবমিট করে জানতে পারবেন সেই কোন-কোন স্কুলে শূন্যপদ আছে। এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalVacancySchool1112PH4/