স্কুল সার্ভিসে নবম-দশমের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষার ফল বেরোল

1284
1
School Service Result

স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলির ৯ম-১০ম শ্রেণির শিক্ষক-শিক্ষিকা মিয়োগের জন্য ২০১৬ সালের যে পরীক্ষা (১ম এসএলএসটি) নিয়েছিল তার ফল বেরিয়েছে। একটু আগে প্রাকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে (Memo. No.873/6602(II)/CSSC/ESTT/208Date: 28.8.2018)। বাংলা বিষয়ের ফল মামলার কারণে আটকে রাখা হয়েছে। বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Merit%20List%20of%20XI-XII-28.08.2018.pdf

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাতালিকায় নিজের অবস্থান জানা যাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com) গিয়ে নিজের ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে সাবমিট করলে।

পুরো মেধাতালিকা দেখা যাবে বিষয়, ভাষামাধ্যম, ক্যাটেগরি, স্ত্রী/পুরুষ ও এম্প্যানেল্ড র‍্যাঙ্ক দিয়ে ‘সাবমিট’ করলে। এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalList0910/

প্রসঙ্গত, ১২৯০৫টি শূন্যপদের জন্য এবার পরীক্ষায় বসেছিলেন প্রায় ১ লাখ ৪৩ হাজার প্রার্থী। কাউন্সেলিং ৬ সেপ্টেম্বর শুরু হবে বলে জানা গেছে। চোখ রাখতে হবে কমিশনের ওয়েবসাইটে।