স্কুল সার্ভিসে প্রধান শিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষার ফল, ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড

950
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা নিয়োগের পরীক্ষা (1ST STATE LEVEL SELECTION TEST FOR RECRUITMENT OF HEADMASTERS/HEADMISTRESS)-এর সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও পার্সোন্যালিটি টেস্ট হবে আগামী ১৭ থেকে ২৩ ডিসেম্বর। পার্সোন্যালিটি টেস্টের বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com) ৭ ডিসেম্বর সন্ধে থেকে জানা যাবে বলা হয়েছে। সফল প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রের মূল ও একসেট জেরক্স সঙ্গে নিয়ে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, নিজের ১৪ অঙ্কের রোলনম্বর ও জন্মতারিখ উল্লেখ করে লগইন করে। কাউকে অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি পাঠানো হবে না। ৭ ডিসেম্বরের এক বিজ্ঞপ্তিতে (Memo. No.1165/6856/CSSC/ESTT/2018) একথা জানানো হয়েছে।

এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Public%20Notice-%20P.T.-H.M-07.12.2018.pdf

পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের ফলাফল জানা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1ResultHMV2PTFinal/searchResult/