স্কুল সার্ভিসে প্রধান শিক্ষক নিয়োগের তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং ইন্টিমেশন লেটার, শূন্যপদের হিসাব

677
0
Assistant Teacher Recruitment

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলির (পার্বত্য অঞ্চল বাদে) প্রধানশিক্ষক-শিক্ষিকা নিয়োগের ১ম এসএলএসটি (এইচএম), ২০১৭-এর ওয়েটলিস্টের প্রার্থীদের মধ্যে থেকে তৃতীয় দফার কাউন্সেলিং হবে আগামী ২৫ ও ২৬ নভেম্বর, The West Bengal Central School Service Commission, ACHARYA SADAN, 11 & 11/1, Block-EE, Salt Lake; Kolkata-700091 ঠিকানায়। কাউন্সেলিংয়ে উপস্থিত হবার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার কমিশনের ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক (http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1CounsellingHMPH3/searchResult/) থেকে ডাউনলোড করে নিতে বলা হয়েছে। নিজের ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ডাউনলোড করা যাবে। কোনো হার্ডকপি পাঠানো হবে না। কমিশনের ২০ নভেম্বরে স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি (Memo No. 1160/6856/CSSC/ESTT/2019Date : 20.11.2019) দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/NOTIFICATION_HM%20COUNSELLING%203RD%20PHASE_20.11.2019.pdf

তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য শূন্যপদের হিসাবও দেওয়া হয়েছে। এই লিঙ্কে: www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalVacancySchoolHMPH3/