স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি ডকুমেন্ট ভেরিফিকেশন

2019
0
SSC, School Service Comission, WBSSC,

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলগুলির উচ্চপ্রাথমিক শ্রেণির সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষার (1ST STATE LEVEL SELECTION TEST-2016) সফল প্রার্থীদের ১ম পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে বিভিন্ন ব্যাচে ভাগ করে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে, কমিশনের নতুন ভবনে (ঠিকানা: DK-7/2, Salt Lake, Sector-II, Kolkata-91 [Beside Anandalok Hospital, Karunamoyee)।

যাঁর-যাঁর জন্য নির্দিষ্ট করা তারিখে সমস্ত মূল প্রমাণপত্র নিয়ে উপস্থিত হতে হবে।

সেইমতো প্রমাণপত্রাদি দাখিল না করলে নির্বাচিতদের তালিকা থেকে নাম বাদ যাবে।

বিস্তারিত দিনক্ষণের সূচি কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। তারপর ১১ ফেব্রুয়ারি সন্ধে থেকে কমিশনের ওয়েবসাইট থেকে (www.westbengalssc.com) ডাউনলোড করে নিতে হবে ইন্টিমেশন লেটার।

অ্যাপ্লিকেশন ফর্মও ডাউনলোড করে নতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক থেকে।

কমিশনের ৮ ফেব্রুয়ারি তারিখের এক বিজ্ঞপ্তিতে (Memo. No.162/ 6723 /CSSC/ESTT/2019) একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Verification%20Notice-Verification%20of%20documents-1st%20phase-%20Upper%20Primary-08.02.2019.pdf