স্কুল সার্ভিস কমিশনে ফিজিক্যাল ও ওয়ার্ক এডুকেশনের পরবর্তী কাউন্সেলিং ১০ তারিখে

742
0
WBPSC Headmaster Recruitment 2024

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র ১ম এসএলএসটি (সহশিক্ষক) অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলিতে (পাহাড়ী অঞ্চল বাদে) আপার প্রাইমারি স্তরের ওয়ার্ক এডুকেশন/ফিজিক্যাল এডুকেশনের সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য প্যারাটিচার বাদে অন্যান্যদের দ্বিতীয় পর্যায়ের এবং প্যারাটিচারদের তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং হবে আগামী ১০ ডিসেম্বর, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ঠিকানায় (ACHARYA SADAN: 11 & 11/1, Block-EE, Salt Lake; Kolkata-700 091)। বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com ) জানানো হবে  আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যাবেলায়। কাউন্সেলিংয়ে উপস্থিত হবার জন্য ইন্টিমেশন লেটারও ডাউনলোড করে নিতে হবে ৬ তারিখ থেকে।

১০% প্যারাটিচার বাদে অন্যান্যদের জন্য এই ঘোষণা (Memo No.1200 /6867/CSSC/ESTT/2019 Date: 26.11.2019) দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice-2nd%20phase-Counselling-Physical%20Education%20and%20Work%20Education-26.11.2016.pdf

১০% প্যারাটিচারদের জন্য ঘোষণাটি (Memo No.1201/6867/CSSC/ESTT/2019 Date: 26.11.2019) দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_3rd%20phase%20Counselling%20of%201st%20SLST-Physical%20&%20Work%20Education-26.11.2019-Upper%20Primary.pdf