স্কুল সার্ভিস গ্রুপ-ডি ও গ্রুপ-সি দ্বিতীয় কাউন্সেলিংয়ের শূন্যপদ কোথায়-কোথায়

1845
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলির গ্রুপ-ডি ও গ্রুপ-সি ক্লার্ক পদে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের ৩য় আরএলএসটি (এনটি), ২০১৬ দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং আপাতত স্থগিত রাখা হয়েছে, সেখবর আমরা ৪ জুলাই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=6179)। আজ ৬ জুলাই জানানো হল এখনও কোথায় কত শূন্যপদ আছে। প্রার্থিত পদের নাম, অঞ্চল, ভাষামাধ্যম, কোন ক্যাটেগরির শূন্যপদ, পুরুষ নাকি মহিলা নাকি পুরুষ/স্ত্রী উভয় শিক্ষকদের জন্য নির্ধারিত স্কুলে তা সিলেক্ট করে সাবমিট করলে জানা যাবে সেই শূন্যপদ কোন-কোন স্কুলে আছে।

ক্লার্ক পদের খবর পাবেন এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalVacancySchoolClerkPH2

গ্রুপ-ডি (পিওন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেট্রন, নাইট গার্ড) পদের খবর পাবেন এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalVacancySchoolGrpDPH2/