স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের বাতিল প্রার্থীদের জন্য এককালীন রেহাই

schedule
2020-08-07 | 11:41h
update
2020-08-07 | 11:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার টিয়ার-টু-র ফল প্রকাশ করা হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। তাতে সফল হয়ে টিয়ার-থ্রিতে (স্কিল টেস্ট) ডাক পাবার জন্য নির্বাচিত হয়েছিলেন ৩০,৮২২ জন। মোট ৪৫,১০১ জন প্রার্থীর মধ্যে ৩৬,১১২ জন টিয়ার-টু পরীক্ষা দিয়েছিলেন। মোট শূন্যপদ ৫,৯১৮টি। ৪,৫৬০ জনের পরীক্ষা অসদুপায় অবলম্বনের (ইউএফএম) কারণে বাতিল করা হয়। এরপর বাতিল হওয়া প্রার্থীদের একাংশের পক্ষ থেকে তাঁদের বিষয়ে পুনর্বিবেচিনার জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়। তার প্রেক্ষিতে কমিশন বিবেচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। সেই কমটির সুপারিশ মতো কমিশন বাতিল হওয়া (আত্মপরিচয় প্রকাশ করার কারণে) ওই সব ইউএফএম প্রার্থীদেরই একটি এককালীন রেহাই দেওয়ার সিধান্ত নেয়। সেইমতো তাঁদের ফলাফল কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কমিশনের ৫ আগস্টের এই সিধান্ত (F.No.11/01/2019-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FinalNotice_Committee_05042020.pdf

Advertisement

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 17:58:13
Privacy-Data & cookie usage: