Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টিয়ার-১ ফল

Folafal Final New

স্টাফ সিলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের জন্য ২০১৮ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) (টিয়ার-১) পরীক্ষা নিয়েছে গত ১ থেকে ১১ জুলাই। ওই পরীক্ষার ফল বেরিয়েছে। বেরিয়েছে বিভিন্ন পদ ও ক্যাটেগরির কাট-অফ মার্কসও। টিয়ার-২ (ডেস্ক্রিপটিভ পেপার) পরীক্ষায় বসার জন্য যাঁরা সফল হয়েছেন তাঁদের তালিকা প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে (http://ssc.nic.in)। টিয়ার-২ পরীক্ষা হবে আগামী ২৯ সেপ্টেম্বর। তারজন্য অ্যাডমিশন সার্টিফিকেট ডনলোড করা যাবে পরীক্ষার ৭ দিন আগে থেকে। তখন ডাউনলোডের সমস্যা হলে কমিশনের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অবিলম্বে। কারা কত নম্বর পেয়েছেন দেখতে পাবেন কমিশনের ওয়েবসাইটেই, ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। কমিশনের ১২ সেপ্টেম্বরের এই বিজ্ঞপ্তি (No. 11/01/2018-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Result%20Write%20Up%20Tier-I_C11_12.09.2019_latest_news.pdf

Exit mobile version