স্টাফ সিলেকশনের কোন পরীক্ষার ফল কবে

649
0
Current Affairs 24th November

স্টাফ সিলেকশন কমিশনের কিছু পরীক্ষার ফল বেরনোর সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। সেই অনুযায়ী (১) ২০২০-র জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্টস) নিয়োগ পরীক্ষার (পেপার-টু)-এর ফল বেরোবে আগামী সেপ্টেম্বরেই। (২) মাল্টিটাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এগজামিনেশন ২০১৯ (পেপার-টু)-এর ফল বেরোবে আগামী অক্টোবরে। (৩) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশন ২০১৮ (টিয়ার-থ্রি)-র ফল গত ৮ মে বেরনোর কথা ছিল, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে বেরোয়নি, কবে বেরোবে তার পরে জানানো হবে। এই সবই আপাতত এমনই ঠিক আছে, প্রয়োজনে বদলাতেও পারে। কমিশনের এই সম্ভাব্য তারিখগুলির কথা জানা যাবে ২০ আগস্ট প্রকাশিত এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/StatusofResultsason20.08.2020.pdf

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল