স্টাফ সিলেকশনের জুনিঃ হিন্দি ট্র্যানস্লেটর, জুনিঃ ট্র্যানস্লেটর ইত্যাদি পরীক্ষার দ্বিতীয় পত্রের ফল

822
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের জুনিয়র হিন্দি ট্র্যানস্লেটর, জুনিয়র ট্র্যানস্লেটর, সিনিয়র হিন্দি ট্র্যানস্লেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক এগজামিনেশনের পেপার-২-এর ফল বেরোল। পেপার-১-এর পরীক্ষা হয়েছিল গত ১৩ জানুয়ারি, ফল বেরিয়েছিল ২২ মার্চ, পরে সংযোজনী ২৬ এপ্রিল। পেপার-২-এর পরীক্ষা হয়েছিল ২৬ মে, তার ফলও এবার বেরোল, দেখা যাবে এসএসসির রেজাল্ট সেকশনের লিঙ্কে। বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কসও জানানো হল। সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এসএসসির আঞ্চলিক অফিসগুলিতে, শুরু ৩০ সেপ্টেম্বর থেকে, তাদের নির্ধারিত ব্যাচওয়াড়ি তারিখে। তাদের ওয়েবসাইটে চোখ রাখতে হবে। ফল বেরনোর ঘোষণা সহ কাট-অফ মার্কস দেখা যাবে ৪ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে (F.No. 17/1/2018-C-1/1), এই লিঙ্কে:  https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/writeup_jht18_04092019.pdf