স্টাফ সিলেকশনের জুনিয়র হিন্দি ট্রানস্লেটর ইত্যাদি পরীক্ষার পেপার ১-এর ফল

1003
0
SSC Constable GD

স্টাফ সিলেকশন কমিশন ২০১৯ সালের জুনিয়র হিন্দি ট্রানস্লেটর, জুনিয়র ট্রানস্লেটর, সিনিয়র হিন্দি ট্রানস্লেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক (পেপার-১) পরীক্ষা নিয়েছে গত ২৬ নভেম্বর। ওই পরীক্ষার ফল বেরিয়েছে। বেরিয়েছে বিভিন্ন পদ ও ক্যাটেগরির কাট-অফ মার্কসও। পেপার-২ (ডেস্ক্রিপটিভ পেপার) পরীক্ষায় বসার জন্য যাঁরা সফল হয়েছেন তাঁদের তালিকা প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে (http://ssc.nic.in)। পরীক্ষা দিয়েছেন মোট ১২৩৫৯ জন। বিভিন্ন ক্যাটেগরি ভিত্তিক কাট-অফ মার্কসও প্রকাশ করা হয়েছে। পেপার-টুতে বসার জন্য সফল হয়েছেন ১৯৭৭ জন। কারও নাম, রোলনম্বর বা ক্যাটেগরি সংক্রান্ত কোনো ভুল চোখে পড়লে অবিলম্বে তা কমিশনের আঞ্চলিক অফিসে অবশ্যই জানাবেন।

ডেস্ক্রিপ্টিভ পেপার-টু পরীক্ষা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। তারজন্য অ্যাডমিশন সার্টিফিকেট যথাসময়ে আপলোড করা হবে পরীক্ষার আগে, কমিশনের আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে। তখন ডাউনলোডের সমস্যা হলে বা কোনো অসঙ্গতি ধরা পড়লে কমিশনের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অবিলম্বে। সফল ও অসফল প্রার্থীরা কারা কত নম্বর পেয়েছেন দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই, কমিশনের দেওয়া লিঙ্কে।

কমিশনের ২৯ জানুয়ারির এই বিজ্ঞপ্তি (F.No. 17/1/2019-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/writeup_JHT2019_PaperI_29012020.pdf

 

SSC, SSC Recruitment