স্টাফ সিলেকশনের ফেজ-৭ সিলেকশন পোস্টস-এ দুক্ষেত্রে পদহ্রাস/পদবাতিল

591
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর সিলেকশন পোস্টস (Advertisement No. Phase-VII/2019/Selection Posts – reg)-এর বিজ্ঞপ্তিতে ক্যাটেগরি নং NR11019 সিনিয়র কনজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট পদ বাতিল করা হয়েছে প্রশাসনিক কারণে। পাশাপাশি ক্যাটেগরি নং NR14619 টেক্সটাইল ডিজাইনারের শূন্যপদের সংখ্যা ৬টি কমে হয়েছে ৪টি (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১)। এই ঘোষণাদুটি দেখা যাবে যথাক্রমে এই দুই লিঙ্কে:

(১) https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_Cancellation_30012020.pdf

(২) https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_Important_30012020.pdf