স্টাফ সিলেকশনের মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ পেপার ওয়ানের পরীক্ষায় কে কত নম্বর পেয়েছেন জেনে নিন

639
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর মাল্টিটাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) পেপার-ওয়ানের পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইটে প্রথম আপলোড করা হয়েছে গত ৫ নভেম্বর (https://jibikadishari.co.in/?p=13401), তারপর আরও সংযোজন সহ পরিমার্জিত ফল আপলোড করা হয়েছে গত ১১ নভেম্বর (https://jibikadishari.co.in/?p=13472)। যাঁরা ওই পরীক্ষায় বসেছেন, সফল হয়েছেন বা হননি, তাঁদের সবার মার্কশিটও আপলোড করা হল। প্রার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে ড্যাশবোর্ডে রেজাল্ট/মার্কস লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন নিজেদের প্রাপ্ত নম্বর। এই সুযোগ পাওয়া যাবে আগামী ১৯ ডিসেম্বর সন্ধে ৬টা পর্যন্ত। কমিশনের ২০ নভেম্বরের এই বিজ্ঞপ্তি (F.No. 7/2/2019-C-1/2 )  দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/write_up_marks_mts_2019_paper1.pdf