স্টাফ সিলেকশনের মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ পেপার-১ পরীক্ষা

671
0
Current Affairs 24th November

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯ সালের মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এগজামিনেশন (পেপার-১) অনুষ্ঠিত হয়েছে গত ২-২২ আগস্ট, ১৩ দিন ধরে। মোট আবেদনকারী ছিলেন ৩৮.৫৮ লক্ষ, পরীক্ষা দিয়েছিলেন ১৯.১৮ লক্ষ জন (শতকরা ৪৯.৭৩ জন), ৩৪টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ১৪৬টি শহরে ৩৩৭টি কেন্দ্রে মোট ৩৯টি শিফটে এই পরীক্ষা হয়েছে।

এসএসসির এই রিপোর্ট দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important%20Update_MTS_2019_26082019.pdf