স্টাফ সিলেকশনের মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ পরীক্ষার আন্সার-কি, ভুল থাকলে ধরে দেবার সুযোগ

753
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশন যে মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ নিয়োগের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (পেপার-১) গত ২-২২ আগস্ট নিয়েছিল তার আন্সার-কি সহ পরীক্ষার্থীদের উত্তরপত্র আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে নিজেদের ইউজার আইডি (রোল নম্বর) ও পাসওয়ার্ড (অ্যাডমিশন সার্টিফিকেট অনুযায়ী) দিয়ে ঢুকে তা দেখে নিতে পারেন এবং কোনো উত্তরে ভুল আছে মনে করলে তা সংশ্লিষ্ট লিঙ্কে জানাতে পারেন। ৬-১১ সেপ্টেম্বর সন্ধে ৬টা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে, প্রতি ভুল নির্দেশের জন্য ১০০ টাকা করে অনলাইনে জমা দিয়ে। সেই সংশোধনের একটা প্রিন্ট-আউটও নিয়ে নেবেন, কারণ ১১ তারিখের পর এসব আর দেখা যাবে না।

কমিশনের ৬ সেপ্টেম্বরের এই বিজ্ঞপ্তি (F. No. 7/02/2019-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Answer_Key_Challenge_MTS19.pdf

আন্সার-কি ইত্যাদি দেখা যাবে ওই ওয়েবপেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে।