স্টাফ সিলেকশনের সিএপিএফ পরীক্ষা পেপার-১-এ কত নম্বর পেয়েছেন জেনে নিন

1000
0
NET, Net, Net Online Application

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর.২০১৮ সালের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ও সিআইএসএফের সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার পেপার-১-এর ফল বেরিয়েছে গত ২৫ মে (https://jibikadishari.co.in/?p=11199)।  এবার আপলোড করা হল পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। নম্বর দেখা যাবে ২৯ জুন পর্যন্ত। কমিশনের ৩০ মে তারিখের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/sicpo18_marks_30052019.pdf

পরীক্ষার নাম বেছে তালিকা থেকে বেছে নিয়ে অর্থাৎ স্ক্রোল ডাউন করে নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড ও পাশে লেখা সংখ্যাবর্ণের টেক্সট বক্সের মধ্যে টুকে সাবমিট করলেই দেখা যাবে নিজের প্রাপ্ত নম্বর, এই লিঙ্কে:

http://164.100.129.99/sscmarksmodule/