স্টাফ সিলেকশনের সিজিএল পরীক্ষায় ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের বয়সসীমায় বদল

890
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশনের ডি গ্রুপের পদগুলির মধ্যে ক্রমিক সংখ্যা ৩১ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (সিবিইসি গ্রুপ ‘সি’) পদের জন্য বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে (মূল বিজ্ঞপ্তিতে বলা ছিল ২০-২৭)। ৫ আগস্টের এক সংশোধনীতে (F.No3-1/2018-P&P-1 (Vol.1)) একথা জানানো হয়েছে। সংশোধনীটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Corrigendum-Cgl_2018_05082019.pdf