স্টাফ সিলেকশনের সিলেকশন পোস্টের পরীক্ষার ফল প্রকাশিত

982
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর সিলেকশন পোস্ট (৭ম পর্যায়)-এর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেল যোগ্যতার কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার ফল ১৮ ফেব্রুয়ারি বেরোবে জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=14700), বেরিয়েছে। ফলাফল ও বিস্তারিত বিবরণ সহ পরীক্ষার পরবর্তী ধাপের জন্য নির্দেশাবলি জানা যাবে কমিশনের হোমপেজে (https://ssc.nic.in/) সংশ্লিষ্ট লিঙ্কে।