Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশনের সিলেকশন পোস্টস ৮ম পর্যায়ের জন্য চালানে ফি জমা দিতে পারেননি? দিচ্ছে শেষ সুযোগ

SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ADVERTISEMENT NO. Phase –VIII/2020/Selection Posts অনুযায়ী সিলেকশন পদগুলির কোনোটির জন্য যাঁরা আবেদন করেছেন কিন্তু চালান ডাউনলোড করে ফি জমা দিতে চেয়ে লকডাউনের কারণে নির্ধারিত ২৫ মার্চের মধ্যে টাকা জমা দিতে পারেননি, তাঁদের ফি জমার সুযোগ দেবার জন্য কমিশন আবার ২ সেপ্টেম্বর একটি নতুন উইন্ডো চালু করবে। সেখানে সেই প্রার্থীরা নিজের রেজিস্টার্ড ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে নতুন করে চালান ডাউনলোড করতে পারবেন এবং সেটি ব্যবহার করে ৫ সেপ্টেম্বরের মধ্যে স্টেটব্যাঙ্কে ফি জমা দিতে পারবেন। আগে যাঁরা চালান ডাউনলোড করেও টাকা জমা দিতে পারেননি, তাঁদেরও নতুন করে এভাবে ডাউনলোড করে ফি জমা দিতে হবে, আগের চালান চলবে না। এই সুযোগও এর পরে আর দেওয়া হবে না। কমিশনের ৩১ আগস্টের এই বিজ্ঞপ্তিটি (F.No. 15/03/2019-RHQ) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_31082020.pdf

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version