স্টাফ সিলেকশনের স্টেনো ও অনুবাদক নিয়োগ পরীক্ষার আবেদনের তারিখ বাড়ল

634
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র স্টেনোগ্রাফার গ্রেড-সি ও গ্রেড-ডি পরীক্ষা ও জুনিয়র হিন্দি ট্র্যানস্লেটর, জুনিয়র ট্র্যানস্লেটর, সিনিয়র হিন্দি ট্র্যানস্লেটর ও হন্দি প্রধ্যাপক পরীক্ষার জন্য অনলাইন আবেদনের তারিখ ১ দিন বাড়িয়ে ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। অনলাইন ফি জমা দেওয়া যাবে ২১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে। অফলাইনে ফি দিতে চাইলে ওই ২১ তারিখের মধ্যে চালান ডাউনলোড করে ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে টাকা জমা দেওয়া যাবে ২৬ নভেম্বর তারিখে। বিজ্ঞপ্তির আর সব তথ্য ও শর্ত অপরিবর্তিত থাকছে। গত ১৯ তারিখে দুপুরের আগে অনলাইনে আবেদনের কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার কারণে শেষ তারিখ বাড়ানো হল। ১৯ তারিখের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/extension_date_19112018.pdf

আবেদনের জন্য মূল বিজ্ঞপ্তি অনুযায়ী বিশদ খবর পাবেন আমাদের এই দুই লিঙ্ক্রে: স্টেনোগ্রাফারের জন্য https://jibikadishari.co.in/?p=8290

জুনিয়র হিন্দি অনুবাদক ইত্যাদির জন্য https://jibikadishari.co.in/?p=8322