স্টাফ সিলেকশনের ২০১৭-র জুনিঃ ইঞ্জিনিয়ার পরীক্ষার শূন্যপদ

757
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্ট) পরীক্ষার প্রেক্ষিতে ৫-১০-২০১৮ অবধি মোট শূন্যপদের হিসাব প্রকাশ করা হয়েছে।

মোট শূন্যপদ ৩৪১ (অসংরক্ষিত ১৭৯, তপশিলি জাতি ৪৯, তপশিলি উপজাতি ২৫, ওবিসি ৮৮, এসবের মধ্যে থেকে অস্থি-প্রতিবন্ধী ৩, শ্রবণ প্রতিবন্ধী ৫)।

বিশদ বিন্যাস জানা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/vacancy_je17_05102018.pdf

এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর আপলোড করার খবর প্রকাশ করা হয়েছে জীবিকা দিশারীর এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=7112