স্টাফ সিলেকশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টিয়ার-টু পরীক্ষার ফল

schedule
2019-10-26 | 10:04h
update
2019-10-26 | 10:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশনের টিয়ার-টু (কম্পিউটার ভিত্তিক) পরীক্ষার ফল বেরিয়েছে। টিয়ার-টু পরীক্ষা সারাদেশে হয়েছিল গত ১১-১৪ সেপ্টেম্বর। বিভিন্ন পদের জন্য ক্যাটেগরিওয়াড়ি কাট-অফ মার্কসও জানানো হয়েছে। পূর্বঘোষিত মতোই, টিয়ার-ওয়ান ও টিয়ার-টুতে পাওয়া নম্বরের গড়ের ভিত্তিতে টিয়ার-থ্রিতে বসার জন্য সফলদের মেধাতালিকা তৈরি করা হয়েছে। আন্সার-কি নিয়ে যাঁদের যা অভিযোগ পাওয়া গিয়েছে সেগুলি বিবেচনা ও প্রয়োজনমতো আন্সার-কি সংশোধন ও মেধাতালিকার পুনর্বিন্যাস করে ফল নির্ধারিত হয়েছে। টিয়ার-থ্রিতে বসার জন্য সফল হয়েছেন মোট ৫২৯৩ জন। টিয়ার-থ্রি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২৯ ডিসেম্বর। কমিশনের আঞ্চলিক অফিসগুলির ওয়েবসাইটে পরীক্ষাকেন্দ্র বিষয়ে জানানো হবে পরীক্ষার ১৫ দিন আগে, অ্যাডমিশন সার্টিফিকেট আপলোড করা হবে পরীক্ষার ৪ দিন আগে। যাঁরা একাধিক পদের সফলদের তালিকায় রয়েছেন তাঁদেরও কেবল একবারই টিয়ার-থ্রির পরীক্ষা দিতে হবে। কমিশনের ২৫ অক্টোবরের এই বিজ্ঞপ্তি (File No.18/2/2018-C1/1) সহ কাট-অফ মার্কসগুলি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Result%20Writeup_CGLE_T2_25.10.2019.pdf

Advertisement

দপ্তরওয়াড়ি সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে এই ওয়েবপেজের সংশ্লিষ্ট লিঙ্কগুলিতে: https://ssc.nic.in/Portal/Results

সফল ও অসফল পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর, চূড়ান্ত আন্সার-কি ও প্রশ্নপত্র আপলোড করা হবে কিছুদিনের মধ্যে।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 11:43:20
Privacy-Data & cookie usage: