স্টাফ সিলেকশন কমিশনের ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি পিছোল

964
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র জুনিয়র ইঞ্জিনিয়ার্স (সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্ট) পরীক্ষার বিজ্ঞপ্তি ২৮ জানুয়ারি কমিশনের এবং আঞ্চলিক অফিসগুলির ওয়েবসাইটে দেওয়ার কথা ছিল, কিন্তু তা ওই ওয়েবসাইটগুলিতে আপলোড করা হবে আগামী ১ ফেব্রুয়ারি।

২৫ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে (নং ১-১/২০১৯-পি অ্যান্ড পি-ওয়ান) একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে:  https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_je_25012019.pdf