স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১১৪১ সিলেকশন পোস্টের জন্য অ্যাডমিট কার্ড

807
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

স্টাফ সিলেকশন কমিশনের Selection Post Examinations Phase-VI /2018-এর জন্য (https://jibikadishari.co.in/?p=7584, https://jibikadishari.co.in/?p=8130) যাঁরা আবেদন করেছেন তাঁরা পরীক্ষার অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

যিনি যে রিজিয়নের পরীক্ষাকেন্দ্র বেছেছেন (যে রিজিয়নের শূন্যপদের জন্যই হোক না কেন) সেই পরীক্ষাকেন্দ্রের রিজিয়নের ওয়েবসাইট থেকে এই অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

১৫ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ImpAdvisory_Selection_Posts_Phase_VIExamination_15012019.pdf