স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল ২০১৭-র ফল

985
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র কম্বান্ড গ্র্যাজুয়েট লেভেল ট্যার-থ্রির ফল প্রকাশিত হয়েছে। টিয়ার ১, ২ ও ৩— তিন ধাপের পরীক্ষাতেই যাঁরা ন্যূনতম সাফল্যমান পায়েছেন তাঁরা স্কিল টেস্ট/ ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্টের সুযোগ পাবেন। তিন পর্বের বিভিন্ন পদ ও ক্যাটেগরির কাট-অফ মার্ক দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/writeupresultcgl_09052019.pdf

ফলাফল দেখা যাবে এই ওয়েবপেজে দেওয়া পদ ভিত্তিক লিঙ্কগুলিতে: https://ssc.nic.in/Portal/Results

সম্ভাব্য শূন্যপদের হিসাব দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Tentative%20Vacancies_CGLE_2017_09052019.pdf