স্টাফ সিলেকশন কমিশনের ১,১৪১ সিলেকশন পোস্টে আবেদনের তারিখ বাড়ল, বদলাবে পরীক্ষার তারিখও

956
0
ssc answer key

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১,১৪১ সিলেকশন পদে (ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ ২৫৮) নিয়োগের জন্য (Phase-VI/2018 Selection Posts, F. No. 15/7/2017-RHQ) আবেদনের তারিখ বাড়ানো হল। পূর্বনির্ধারিত ৩০ সেপ্টেম্বরের থেকে বাড়িয়ে আগামী ৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ পাওয়া যাবে। আবেদনের ফি স্টেট ব্যাঙ্কে চালানের মাধ্যমে দিতে চাইলে ৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে চালান ডাউনলোড করে রাখতে পারলে ৮ অক্টোবর ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। অনেকে অনলাইনে আবেদনের সময় কারিগরি সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন, সেই সমস্যার কথা বিবেচনা করে আবেদনের শেষ তারিখ বাড়ানো হল বলে আজ ২৭ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরও বলা হয়েছে, ওই নিয়োগের জন্য পরীক্ষার তারিখও বদলানো হবে। আগে বলা হয়েছিল পরীক্ষা হবে মাধ্যমিক যোগ্যতার পদের ক্ষেত্রে ২৭ অক্টোবর, উচ্চমাধ্যমিক যোগ্যতার পদের ক্ষেত্রে ২৯ অক্টোবর, গ্র্যাজুয়েট যোগ্যতার পদের ক্ষেত্রে ৩০ অক্টোবর। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

আবেদনের শেষ তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/selection_extension_28092018.pdf

আগে যাঁরা আবেদন করতে পারেননি তাঁদের সুবিধার জন্য পুরো খবরের লিঙ্ক এইসঙ্গে দিয়ে দেওয়া হল। আমাদের বিস্তারিত খবর পাবেন এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=7584