স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট টিয়ার-১ পরীক্ষার ফল বেরোল

665
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (টিয়ার-১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ফল বেরিয়েছে। বিভিন্ন সার্ভিস/পদের জন্য বিভিন্ন ক্যাটেগরির নির্ধারিত কাট-অফ মার্কসও জানানো হয়েছে। বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছিল, তাই বিভিন্ন শিফটের প্রশ্নবিন্যাসে সহজ-কঠিন ইত্যাদির সঙ্গতি রক্ষার জন্য নম্বরের নর্ম্যালাইজেশনও হয়েছে ৭-২-২০১৯ তারিখে প্রকাশিত ফর্মুলা অনুযায়ী। টিয়ার-২ পরীক্ষা হবার কথা আগামী ১১-১৩ সেপ্টেম্বর। টিয়ার-২-র জন্য নির্বাচিত প্রার্থীদের অ্যাডমিশন সার্টিফিকেট সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলির ওয়েবসাইটে আপলোড করা হবে পরীক্ষার ৭ দিন আগে। টিয়ার-১-এর সফল ও অসফল পরীক্ষার্থীদের পাওয়া নম্বর ও চূড়ান্ত আন্সার-কি কিছুদিনের মধ্যেই আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে (http://ssc.nic.in)। টিয়ার-১-এ সফল হয়ে টিয়ার-২-তে বসার যোগ্য প্রার্থীদের তালিকা দেখা যাবে কমিশনের রেজাল্ট সেকশনের ওয়েবপেজে দেওয়া লিঙ্কে (https://ssc.nic.in/Portal/Results)। কমিশনের এই ঘোষণা (F. No. 18/01/2018-C-1/1) ও কাট-অফ মার্কসের তালিকাগুলি দেখা যাবে এই লিঙ্কে:  https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Result_Writeup_CGLE_Tier1_20082019.pdf