Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশন কমিশিনের স্টেনোগ্রাফার স্কিল টেস্টের ফল


স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ও ‘ডি’ নিয়োগ পরীক্ষার স্কিল টেস্টের ফল বেরিয়েছে। লিখিত পরীক্ষার ফল বেরিয়েছিল ২০১৭ সালের ২১ নভেম্বর। তারপর সফল প্রার্থীদের স্কিল টেস্ট হয় কমিশনের আঞ্চলিক অফিসগুলির পরিচালনায়। সেই স্কিল টেস্টের ফল বেরোল। ২৮ নভেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/steno_result_writeup_28112018.pdf

Exit mobile version