স্টেট ব্যাঙ্কের ক্ল্যারিকাল (অ্যাসোশিয়েটস—কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল

783
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোশিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ পরীক্ষার (Advertisement No. CRPD/CR/2017-18/10) চূড়ান্ত ফল বেরিয়েছে।  মূল পর্বের পরীক্ষা হয়েছিল গত ৫ আগস্ট। তার আগে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২৩ থেকে ৩০ জুন। চূড়ান্ত সফল প্রার্থীদের এসএমএস করে জানানো হচ্ছে। ফল দেখা যাবে এই লিঙ্কে: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1521704920987_JA_CS_RESULT.pdf