স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার নিয়োগের চূড়ান্ত ফল বেরোল

865
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ২০০০ প্রোবেশনারি অফিসার নিয়োগের জন্য গত ৪ আগস্ট যে মেইন এগজাম ও ২৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত গ্রুপ এক্সার্সাইজ ও ইন্টারভিউ হয়েছিল তার চূড়ান্ত ফল বেরিয়েছে।

সফল প্রার্থীদের এসএমএস করে জানানো হচ্ছে।

তাঁদের রোলনম্বরের তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1531749538285_FINAL_RESULT_2003_29-10-2018.pdf