স্টেট ব্যাঙ্কে ক্ল্যারিক্যাল ক্যাডারের পরীক্ষার মার্কশিট

755
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্কে ক্ল্যারিক্যাল ক্যাডারে (জুনিয়র অ্যাসোশিয়েট— কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) (বিজ্ঞপ্তি নং CRPD/CR/2017-18/10) নিয়োগের যে মেইন এগজ্যাম গত ৫ আগস্ট হয়েছিল তাতে প্রার্থীরা কে কত নম্বর পেয়েছেন তা জেনে নিতে পারেন। রোল নম্বর ও জন্মতারিখ বা রেজিস্ট্রেশন নম্বর ও জম্নতারিখ দিয়ে সঙ্গে দেওয়া ক্যাপচা (সিকিউরিটি কোড) টুকে দিলেই নম্বর জানা যাবে। এই লিঙ্কে:  https://www.sbi.co.in/user.htm?action=sbiClkJAMainExamResult

এই পরীক্ষার চূড়ান্ত ফল বেরনোর খবরও আমরা যথাসময়ে জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=7886)।