Site icon জীবিকা দিশারী

স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোশিয়েট নিয়োগের পরীক্ষা প্রস্তুতি

SSC Exam Calendar 2024

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৮০৯০ জন জুনিয়র অ্যাসোশিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ করা হবে।

লেখা পরীক্ষা হবে দুটি ভাগে, প্রিলিমিনারি ও মেইন। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা, ০.২৫ হারে নেগেটিভ মার্কিং থাকবে।

মেইন পরীক্ষায় থাকলে জেনারেল/ ফিনানশিয়াল অ্যাও্য়্যারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইংলিশ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর)। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা ৪০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রিলিমিনারি প্রশ্নসেটের নমুনা দেওয়া হল।

স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোশিয়েট নিয়োগের পরীক্ষার প্রশ্নসেট ডাউনলোড লিঙ্ক ঃ SBI JA_Exam Set 1

Exit mobile version