স্টেট ব্যাঙ্কে ৩৮৫০ সার্কেল বেসড অফিসার নিয়োগ

994
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৩৮৫০ জন সার্কেল বেসড অফিসার নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: CRPD/CBO/2020-21/20.

সার্কেল অনুযায়ী শূন্যপদ: আমেদাবাদ (গুজরাট): ৭৫০, বেঙ্গালুরু (কর্নাটক): ৭৫০, ভোপাল (মধ্যপ্রদেশ ২৯৬, ছত্রিশগড় ১০৪), চেন্নাই (তামিলনাড়ু): ৫৫০, হায়দরাবাদ (তেলেঙ্গানা): ৫৫০, জয়পুর (রাজস্থান): ৩০০, মহারাষ্ট্র (মুম্বই ছাড়া মহারাষ্ট্র ৫১৭, গোয়া ৩৩)৷

যোগ্যতা: কোনো স্ববীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে-কোনো শাখায় স্নাতক৷ কোনো শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্ক বা কোনো রিজিওনাল রুরাল ব্যাঙ্কে অফিসার হিসেবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা৷ যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা দশম বা দ্বাদশ স্তরে একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে৷

বয়সসীমা: ১ আগস্ট ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর (২ আগস্ট ১৯৯০ সালের আগে জন্ম হলে আবেদন করবেন না)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধা তালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে৷

পারিশ্রমিক: ২৩৭০০-৪২০২০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদনের ফি: ৭৫০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি:  http://bank.sbi/careers  অথবা  https://www.sbi.co.in/careers  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত৷

https://bank.sbi/documents/77530/400725/26072020_CBO+-+Detailed+Ad+%28Eng%29.pdf/27ad9d65-27a8-34f7-080e-87e3804f4bbf?t=1595750155565          লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন:           https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল