স্টেট ব্যাঙ্কে ৪৭ স্পেশ্যালিস্ট অফিসার

856
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৪৭ জন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2018-19/06.

শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: অ্যানালিস্ট ট্রানস্লেটর: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ২: সেক্টর ক্রেডিট স্পেশ্যালিস্ট: শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১১, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৩: পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশ্যালিস্ট: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৪: সেক্টর রিস্ক স্পেশ্যালিস্ট: শূন্যপদ ২০ (অসংরক্ষিত ১১, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)।

বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অ্যানালিস্ট ট্রানস্লেটর: বিটেক/ বিই (কম্পিউটার সায়েন্স)/ এমসিএ/ এমবিএ (বিজনেস অ্যানালিস্ট)/ এম স্ট্যাট (আইএসআই কলকাতা)।

সেক্টর ক্রেডিট স্পেশ্যালিস্ট: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ এমবিএ (ফিনান্স)/ ফিনান্স কন্ট্রোলে মাস্টার/ ম্যানেজমেন্ট স্টাডিজে মাস্টার/ পিজিডিএম (ফিনান্স)।

পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশ্যালিস্ট: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ এমবিএ (ফিনান্স)।

সেক্টর রিস্ক স্পেশ্যালিস্ট: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ এমবিএ (ফিনান্স)/ আইসিডব্লুএ/ সিএপএ।

সবক্ষেত্রেই এমএমজিএস-থ্রি গ্রেডের ক্ষেত্রে ৫ বছর এবং এসএমজিএস-ফোর গ্রেডের ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

আবেদনের ফি: ৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কেবল ১০০ টাকা দিতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে ২২ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: http://bank.sbi/careers অথবা http://www.sbi.co.in/careers লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। প্রার্থী যে-কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।