স্টেট ব্যাঙ্কে ৮১৩৪ জুনিয়র অ্যাসোশিয়েট নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড

821
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৮১৩৪ জন জুনিয়র অ্যাসোশিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগের ২০২০ সালের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। নিজের রেজিস্ট্রেশন/রোল নম্বর, পাসওয়ার্ড/জন্মতারিখ ও সুরক্ষা কোড (ক্যাপচা) টুকে দিয়ে লগইন করে ডাউনলোড করতে পারবেন আগামী ৮ মার্চ পর্যন্ত। এইসব পদ্ধতি ও কোনো সমস্যা হলে কী করবেন তাও ওই পেজে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে জানা যাবে। এই ওয়েবপেজে: https://ibpsonline.ibps.in/sbijassdec19/clopea_feb20/login.php?appid=6c0550ad907fc56519e7e63c4fb7e3c3