স্ট্যান্ডার্ডস ব্যুরোয় ১৫০ ইঞ্জিনিয়ার নিয়োগ

754
0
wbpsc recruitment 2022

কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের খাদ্য ও গণবণ্টন দপ্তরের অধীন ব্যুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এ ১৫০ জন সায়েন্টিস্ট ‘বি’ নিয়োগ করা হবে।

শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪৮ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪, ইডব্লুএস ৫)। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২৫ (অসংরক্ষিত ৯, ওবিসি ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ৩)। সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭ (অসংরক্ষিত ২, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৯ (অসংরক্ষিত ৬, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ২)। ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ১১ (অসংরক্ষিত ৪, ওবিসি ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। ফুড টেকনোলজি: ১৪ (অসংরক্ষিত ৫, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৬ (অসংরক্ষিত ৫, ওবিসি ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)। বায়ো-টেকনোলজি: ১ (অসংরক্ষিত)। পেট্রো-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১ (অসংরক্ষিত)। বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১)।

বয়সসীমা: ৩১ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ব্যাচেলর ডিগ্রি বা সমতুল সঙ্গে বৈধ গেট স্কোর (২০১৮/ ২০১৯/ ২০২০) থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে।

আবেদনের ফি: ১০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.bis.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

 

 

 

Engineer Recruitment, Engineer Job, Central Government Job