ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ক্রেডিট অফিসার (জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিম) এবং আইটি অফিসার (স্পেশ্যালিস্ট স্ট্রিম) পদে ৫০০ জন নিয়োগ করা হবে (BOI PO recruitment 2023)।
শূন্যপদ: ক্রেডিট অফিসার: ৩৫০ (অসংরক্ষিত ১৩৫, তপশিলি জাতি ৫৩, তপশিলি উপজাতি ৩০, ওবিসি ৯৭, ইডব্লুএস ৩৫)।
এইসবের মধ্যে ১৯টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
আইটি অফিসার: ১৫০ (অসংরক্ষিত ৬৩, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ১০, ওবিসি ৪১, ইডব্লুএস ১৩)।
এইসবের মধ্যে ৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
বেতনক্রম: ৩৬০০০-৬৩৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ক্রেডিট অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক।
আইটি অফিসার: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে চার বছরের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিগ্রি।
অথবা যে কোনো শাখায় স্নাতক এবং ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/
ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি।
শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের হিসেবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
অনলাইন পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫টি প্রশ্ন, ৪০ নম্বর), রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫টি প্রশ্ন, ৬০ নম্বর),
জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫টি প্রশ্ন, ৬০ নম্বর)। সময় ৩ ঘণ্টা।
এছাড়াও ইংলিশ ডেসক্রিপটিভ পেপার থাকবে (লেটার রাইটিং অ্যান্ড এসে)- ২টি প্রশ্ন, ২৫ নম্বর, সময় ৩০ মিনিট।
অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ।
পরীক্ষাকেন্দ্র: ওয়েস্ট বেঙ্গল: কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী। অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের ফি: ৮৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১৭৫ টাকা দিতে হবে।
মাস্টার/ ভিসা/ রুপে/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
আবেদনের ফি দেওয়া যাবে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি: www.bankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (BOI PO recruitment 2023)।