হাওড়ায় স্কুলে চাকরি

673
0
howrah-recruitment-picture

৩০ জুন ২০১৮ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ করা হবে।

১) বিএসসি (ম্যাথমেটিক্স) পিওর সায়েন্স অসংরক্ষিত। ২) বিএসসি (বায়ো) পাস অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী। দুক্ষেত্রেই বিএড অগ্রগণ্য।

যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স, বায়োডেটা এবং আবেদনপত্র সহ স্পিড পোস্টে পাঠাতে হবে, পৌঁছনো চাই ২ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে।

পাঠানোর ঠিকানা: প্রধান শিক্ষক/ সম্পাদক, হাকোলা উমেশচন্দ্র হাই স্কুল। গ্রাম+পোঃ- বিকি হাকোলা, পাঁচলা, হাওড়া- ৭১১৩২২। ফোন- (০৩৩) ২৬৬১৬৬১১।