হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার ৩ স্কুলে চাকরি

878
0

হাওড়ার স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে ভূগোল (কম্বিনেশনে নিয়ে পাস গ্র্যাজুয়েট) তপশিলি উপজাতি শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, রঘুদেববাটী সাধারণের বিদ্যালয় ফর গালর্স, রঘুদেববাটী, হাওড়া, পিন ৭১১৩১০। দঃ পূঃ রেলের নলপুর স্টেশনের পূর্বদিকে।

 

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (পিওর সায়েন্স) বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স ও প্রার্থীর দুটি ছবি সহ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Magrahat Muslim Anglo Oriental Institution (HS), PO+PS Magrahat, Dist 24 Pgs (S), Pin 743355.

 

তুলসীঘাটা জগৎবন্ধু ইনস্টিটিউটে দুজন সহ শিক্ষক (পুরুষ) নিয়োগ করা হবে। ১) কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড, ওবিসি এ। ২) কম্বিনেশনে ইতিহাস সহ বিএ পাস বিএড, তপশিলি জাতি। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ৫ মার্চ ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Tulsighata Jagatbandhu Institution (High School), PO Nimpith Ashram, Pin 743338, South 24 Parganas.